ইভিএম দেখাতে কুমিল্লা সিটির প্রার্থীদের ডেকেছে ইসি

0

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের প্রার্থীদের ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) কাস্টমাইজেশন দেখাতে সোমবার (৩০ মে) দিন ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৬ মে) কুমিল্লা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীর সই করা এক চিঠিতে এসব তথ্য পাওয়া গেছে।

আগামী ৩০ মে সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ কাস্টমাইজেশন প্রক্রিয়া পর্যবেক্ষণের আয়োজন করা হয়েছে। তবে আগেই ইভিএম দেখতে প্রার্থীদের কাছে তাদের বা প্রতিনিধিদের নাম চাওয়া হয়।

কুমিল্লা সিটির ভোটে ইভিএম কাস্টমাইজেশন পর্যবেক্ষণের জন্য প্রার্থীসহ ৩৪ জনের নাম এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা পড়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ছিল ১৭ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে। আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের ১০৫টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)।

এদিকে, বৃহস্পতিবার আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান সরে দাঁড়ানোয় কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পাঁচজন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com