রাশিয়াকে নিয়ে জার্মান চ্যান্সেলরের তির্যক মন্তব্য
জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ বৃহস্পতিবার বিশ্ব অর্থনৈতিক ফোরামে কথা বলেছেন। তার বক্তব্যে ছিল রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ।
ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে জার্মান চ্যান্সেলর বলেন, একটি নিউক্লিয়ার শক্তিধর দেশ এমন আচরণ করছে যেন নতুন করে সীমান্ত পরিবর্তন করার অধিকার তাদের আছে।
তিনি বলেন, এটি সাম্রাজ্যবাদ, আমাদের এমন একটি সময়ে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে যখন যুদ্ধ ছিল রাজনীতির সাধারণ বিষয়।
তিনি আরও বলেন, আমরা পুতিনকে এ যুদ্ধে জয়ী হতে দিতে পারব না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটিতে সে জিতবে না।
চ্যান্সেলর ওলাফ শলৎজ আরও বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণটি ছিল ‘বজ্রপাতের’ মতো। প্রথম দিকে রাশিয়া যেভাবে ইউক্রেনের অঞ্চলগুলো দখল করছিল এখন মনে হচ্ছে সেটি ধীর হয়ে গেছে। এরজন্য ধন্যবাদ দিতে হয় ইউক্রেনীয় বাহিনী ও আন্তর্জাতিক সম্প্রদায়কে।
তাছাড়া ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন নিয়েও কথা বলেন ওলাফ শলৎজ। তিনি বলেন, আমরা তাদের খোলা মনে বরণ করে নেব।
চ্যান্সেলর শলৎজ জানান, জার্মানি ইউক্রেনকে ভারি অস্ত্র দিচ্ছে। তার বিশ্বাস পুতিন তখনই আলোচনায় বসবেন যখন সে বুঝতে পারবে ইউক্রেনের প্রতিরোধ ব্যবস্থা ভেদ করতে পারবে না।
তাছাড়া রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্ব এখন টার্নিং পয়েন্টে আছে বলেও জানান ওলাফ শলৎজ।
সূত্র: দ্য গার্ডিয়ান, সিএনএন