ফেনীতে পুলিশী বাধা অতিক্রম করে বিএনপির বিক্ষোভে নেতাকর্মীদের ঢল
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে ফেনী জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশ নিতে আসা নেতাকর্মীদেরকে বিভিন্ন স্থানে বাধা দিয়েছে পুলিশ। এতে জেলা যুবদলের দপ্তর সম্পাদক আল ইমরান সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে সাডে ৫টা ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার এর সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এর সঞ্চালনায় শহরের ইসলাম পুর রোড়স্থ জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক এম এ খালেক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, জেলা যুবদলের সভাপতি জাকের হোসেন জসিম, সহ-সভাপতি বেলাল আহম্মদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এসএম.কায়সার এলিন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত, জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার।
জেলা ছাত্রদলের সভাপতি সালা উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন, সিনিয়র যুগ্ম-সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ, যুগ্ম-সম্পাদক জুয়েল পাটোয়ারী, সাইফুল ইসলাম জিকু।
উক্ত সমাবেশে ফেনী জেলা বিএনপির, কৃষক দল, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, ওলামা দল, তাতিদল, মৎস্যজিবী দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।