ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে দু’ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সংসদের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আকতার হোসেন।
তিনি বলেন, আমাদের পূর্বঘোষিত কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে আমরা দু’ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। আগামী শনিবার সারাদেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এবং রোববার সারাদেশের উপজেলা. পৌর ছাত্রদলের উদ্যোগে স্ব-স্ব শাখায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বে থাকা আজিজুল হক সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আকতার হোসেন, সদস্য সচিব আমান উল্লাহ আমান প্রমুখ।