ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

0

ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে দু’ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সংসদের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আকতার হোসেন।

তিনি বলেন, আমাদের পূর্বঘোষিত কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে আমরা দু’ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। আগামী শনিবার সারাদেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এবং রোববার সারাদেশের উপজেলা. পৌর ছাত্রদলের উদ্যোগে স্ব-স্ব শাখায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বে থাকা আজিজুল হক সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আকতার হোসেন, সদস্য সচিব আমান উল্লাহ আমান প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com