সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের ওপর ছাত্রলীগের হামলা

0

সুপ্রিম কোর্ট  প্রাঙ্গণে আশ্রয় নেয়া ছাত্রদলের তিন কর্মীকে বেধড়ক  পিটিয়ে জখম করেছে ছাত্রলীগের নেতাকর্মী। ছবি, ভিডিও তোলায় আইনজীবীদের ওপরও  হামলা চালায় তারা। এ সময় তারা এডভোকেট তৈমূর আলম খন্দকারসহ কয়েকজন আইনজীবীর গাড়ি ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ করেছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। পরে সুপ্রিম কোর্ট বারের সামনে বিক্ষোভ সমাবেশ করে।  সমাবেশে ব্যারিস্টার কায়সার কামাল তার বক্তৃতায় বলেন, ছাত্রলীগের গুণ্ডা বাহিনী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জয় বাংলা বলে তিন ছাত্রকে বেধড়ক পিটিয়ে জখম করেছে। আমাদের আইনজীবীদের ওপরে হামলা করেছে। গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান। ব্যারিস্টার রুহুল কুদ্দুছ কাজল বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হামলা করে ছাত্রলীগ অপবিত্র করেছে।

পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণও নিরাপদ নয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com