দেশে চলছে গুম-খুন-অপহরণ: বিএনপি ইউকে

0

মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে হত্যার নির্দেশ এবং হুমকির প্রতিবাদে গত মঙ্গলবার (২৪ মে) লন্ডন বাংলা প্রেসক্লাবে যুক্তরাজ্য বিএনপি প্রেসকনফারেন্স করেছে।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ।

যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ বলেন, দেশে সরাসরি শেখ হাসিনার নির্দেশে চলছে গুম-খুন-অপহরণ। এর মাধ্যমে তিনি ক্ষমতার লোভে নিজেকে একজন রক্ত পিপাসু হিসেবে প্রমাণ করেছেন। অপরদিকে রাষ্ট্রীয় গণমাধ্যমকে ব্যবহার করে প্রতিদিন অপপ্রচার আর মিথ্যাচার চালিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি একজন ‘প্যাথোলজিক্যাল লায়ার’।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থাকলেও মাতৃভূমির যে কোনো শুভ সংবাদে প্রবাসী বাংলাদেশিরা যেমন আনন্দ অনুভব করে অপরদিকে অশুভ সংবাদে আতংকিত হয়। কিছু আওয়ামী লীগ ছাড়া দেশের অধিকাংশ মানুষের পাশাপাশি এই মুহূর্তে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশী শেখ হাসিনাকে নিয়ে আতঙ্কিত।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিনাভোটে বছরের পর বছর ধরে রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছেন শেখ হাসিনা। অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে গিয়ে বিএনপি এবং বিরোধী দল ও মতের শত শত মানুষকে গুম-খুন অপহরণ করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে একটি মাফিয়া চক্র গত একযুগ ধরে দেশে একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। শেখ হাসিনার ক্ষমতালিপ্সার কারণে বর্তমানে সারাবিশ্বে বাংলাদেশের ক্ষমতাসীন সরকারটির পরিচয়’ গভর্নমেন্ট অব দ্যা মাফিয়া, বাই দ্যা মাফিয়া, ফর দ্যা মাফিয়া’।

যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ আরো বলেন, মাফিয়া চক্র ইতোমধ্যেই বাংলাদেশে থেকে ১১ লক্ষ কোটি টাকার বেশি পাচার করে দিয়েছে।

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, তাজুল ইসলাম, সলিসিটর একরাম মজুমদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমদ, খসরুজ্জামান খসরু, দপ্তর সম্পাদক ড. এম মুজিবুর রহমান, সহদপ্তর সম্পাদক সেলিম আহমদ

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com