ঢাবিতে ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের থানা গেট এলাকা থেকে মিছিলটি শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা।
মিছিলটি কুষ্টিয়া-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে গিয়ে শেষ হয়।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক ওমর শরীফ, আনারুল ইসলাম, রোকন উদ্দীন, সোলায়মান চৌধুরী, সালাউদ্দিন রানা। এছাড়া আহ্বায়ক সদস্য রাফিজ আহমেদ, নুরুউদ্দীন, সৌরভ, শিপন, সাক্ষর, মামুন ও তৌহিদ সহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।