সুপ্রিমকোর্টে বহিরাগতদের হামলার প্রতিবাদে বিক্ষোভ
সুপ্রিমকোর্টে বহিরাগতদের হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্ট চত্বরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন আইনজীবীরা।
বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আইনজীবী ফোরামের যুগ্ম-আহ্বায়ক আবেদ রাজা, সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ব্যারিস্টার সফিউল আলম মাহমুদ, মোহাম্মদ আলী প্রমুখ।
প্রতিবাদ সভায় ব্যারিস্টার কায়সার কামাল সুপ্রিমকোর্টে আইনজীবীদের ওপর বহিরাগত হামলার ঘটনায় আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ দাবি করেন।