সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ছাত্রদলের ৩ কর্মীকে পিটিয়ে জখম, ছবি তোলায় আইনজীবীদের ওপর হামলা

0

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আজ দুপুরে ছাত্রদলের তিনকর্মীকে পিটিয়ে জখম করেছে ছাত্রলীগ। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম নাহিদ চৌধুরি। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মী।

এ ঘটনার ছবি এবং ভিডিও তোলায় আইনজীবীদের ওপরও হামলা করে ছাত্রলীগ। এসময় আইনজীবী মুজিবুর রহমান মুজিব, অ্যাডভোকেট রিজভী, অ্যাডভোকেট তারেক, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফসহ বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছেন। বিএনপি’র আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় ছাত্রলীগের কর্মীরা কয়েকজন আইনজীবীর গাড়ি ভাঙচুর করে।

এ ঘটনার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করেছে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে। পরে সুপ্রিম কোর্ট বারের সামনে বিক্ষোভ সমাবেশ করে।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ছাত্রলীগের গুণ্ডা বাহিনী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‘জয় বাংলা’ বলে এক ছাত্রকে বেধরক পিটিয়ে জখম করেছে। আমাদের আইনজীবীদের ওপরে হামলা করেছে। গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধেই দ্রুত আইনানুযায়ী ব্যবস্থাগ্রহণের জন্য দাবি জানান। তিনি সুপ্রিম কোর্ট অঙ্গনে বহিরাগত কর্তৃক আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের দাবি করেন।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হামলা করে ছাত্রলীগ অপবিত্র করেছে। পুলিশ নিরাপত্তা দিতে ব্যার্থ হয়েছে। আজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণও নিরাপদ নয়।

এসময় আরো বক্তব্য রাখেন আইনজীবী ফোরামের যুগ্ম-আহ্বায়ক আবেদ রাজা, মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের ট্রেজারার কামাল হোসেন, আইনজীবী ব্যারিস্টার সফিউল আলম মাহমুদ, গাজী তৌহিদুল ইসলাম, মুজিবুর রহমান প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com