গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

0

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার প্রাণনাশের হুমকি, দেশ বরেণ্য ব্যক্তির নামে অশোভন মন্তব্য ও ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের বর্বরোচিত হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে ) দুপুরে শহরের সার্কুলার রোডে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিক এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মো. শামসুজ্জামান খান, বিশেষ অতিথি জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মো. আনিসুজ্জামান খান, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম।

সভায় বক্তারা শেখ হাসিনাকে ভোট চোর উল্লেখ করে সরকারকে হুঁশয়ারী দিয়ে বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পর্কে আরেকটি বাজে উক্তি করা হলে এই জালেম সরকারকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।

তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা কর্মীর উপর আওয়ামী ছাত্রলীগের ন্যাকারজনক হামলা জাতির বিবেককে নাড়া দিয়েছে। লুটপাট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কোন কিছুই যখন আজ নিয়ন্ত্রণ করতে পারছে না, তখন বিরোধী দল দমনে এই জালেম সরকার মরিয়া হয়ে উঠেছে। পুলিশ বাহিনীর পাশাপাশি আজকে ছাত্রলীগের সন্ত্রাসীদের মাঠে নামানো হয়েছে। তারা আগামী দিনে সকল কর্মসূচীতে বিএনপির নেতাকর্মীদের উপস্থিত থাকার এবং আন্দোলন সংগ্রামের সক্রিয় অংশগ্রহণ করার আহ্বান জানান।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, স্বেচ্ছাসেবকদলের জেলার সাধারণ সম্পাদক শাহ জালাল সরকার খোকন, সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বপন, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মৌসুমী তোমা, জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া জিম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেকসহ বিএনপি’র থানা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর নবী টিটুল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com