তিন দশকের কংগ্রেস সম্পর্ক ছিন্ন কপিল সিব্বলের

0

কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল দল ছেড়ে সমাজবাদী পার্টির সামর্থনে রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে এই প্রশ্ন দানা বেঁধেছে চব্বিশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় – কপিল সিব্বল জোট কি দেখা যাবে? জানা গেছে, সিব্বল অচিরেই মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে দেখা করতে কলকাতায় আসছেন। তৃণমূলের হয়ে সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলা করার সুবাদে মমতার সঙ্গে তাঁর সম্পর্ক ভালোই। কপিল-মমতা জুটি কিভাবে প্রতিভাত হবে সেটা ভবিষ্যৎ বলবে। কপিল সিব্বল কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত অনেক দিন আগেই নিয়েছিলেন। কংগ্রেসের বিদ্রোহী জি-টোয়েন্টি থ্রী গ্রুপের সদস্য তিনি।

সোনিয়া  রাহুলের বিরুদ্ধে তাঁর ক্ষোভ। বস্তুত, কংগ্রেসে পরিবার তন্ত্রের বিরুদ্ধে তিনি বারবার সরব হয়েছেন। তিন দশকের বেশি সময় কংগ্রেসে ছিলেন দেশের বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল। তিনি অবশ্য, কংগ্রেস সম্পর্কে একটিও নেতিবাচক কথা বলেননি। বরং বলেছেন, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে তাঁর লড়াই জারি থাকবে। সমাজবাদী পার্টির সমর্থনে রাজ্য সভায় প্রতিদ্বন্দ্বিতা করলেও সব রাস্তা খোলা রাখছেন কপিল।

সেই কারণেই সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে সাক্ষাৎকার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com