সরকার অবৈধ ক্ষমতাকে ধরে রাখার লক্ষ্যে বঙ্গবন্ধুকে অপব্যবহার করছে: রব
বাংলাদেশের সব ইউনিয়ন পরিষদের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করার সরকারি নির্দেশনাকে ‘আত্মঘাতী’ দাবি করে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সরকারবিরোধী ক্ষোভ বঙ্গবন্ধুকে ‘লক্ষ্যবস্তু’তে পরিণত করবে।
বুধবার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, গণবিরোধী অবস্থান নিয়ে সরকার অবৈধ ক্ষমতাকে ধরে রাখার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুকে অপব্যবহার করছে। ফলে সরকার পতনের পর সরকার বিরোধী ক্ষোভ বঙ্গবন্ধুকে ‘লক্ষ্যবস্তু’তে পরিণত করতে পারে। তা হবে মুক্তি সংগ্রাম ও সমগ্র জাতির জন্য চরম অসম্মানজনক ও বেদনাদায়ক।
তিনি বলেন, সরকার পরিবর্তনের পর বঙ্গবন্ধুর ম্যুরাল সম্মানজনকভাবে সুরক্ষিত বা অক্ষত রাখার প্রশ্নটি চরম ঝুঁকিতে পড়বে। রাজনৈতিক নিপীড়ন অব্যাহত রেখে এবং গণমানুষের কণ্ঠ রোধ করে ভাস্কর্য স্থাপন করলেই বঙ্গবন্ধু চিরস্থায়ী হবে বা তার অস্তিত্ব সুনিশ্চিত হবে- সরকারের এই ধারণা একেবারেই বাস্তবতা বিবর্জিত।
রব বলেন, সরকার ক্ষমতা থাকা অবস্থায় কয়েক জায়গায় বঙ্গবন্ধুর ম্যুরাল বা ভাস্কর্য ভাঙচুরের ঘটনা এবং পুলিশ প্রহরায় বঙ্গবন্ধুর ম্যুরাল রক্ষা কোনক্রমেই মর্যাদাপূর্ণ নয়। বঙ্গবন্ধুকে নিয়ে সরকারের অপরাজনীতি জনগণের মনন থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলেছে। বঙ্গবন্ধুকে নিয়ে প্রতিনিয়ত বাড়াবাড়ি এবং মাতামাতি করার সরকারি পরিকল্পনা পরিত্যাগ করার জন্য আহ্বান জানাচ্ছি।