রাজধানীতে রিজভীর নেতৃত্বে মশাল মিছিল
বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর কটূক্তির প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি। বুধবার(২৫ মে) রাত ৮ টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মশাল মিছিলটি নাইটেঙ্গেল মোড় থেকে শুরু হয়ে পল্টনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিল শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, এ সরকারের সময় শেষ তাই বেসামাল হয়ে প্রধানমন্ত্রী উল্টা পাল্টা বলছেন। প্রধানমন্ত্রীর জায়গা গণভবন নয়, তাকে পাবনা পাঠানো উচিত।
তিনি বলেন, বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে জনগণ জেগে ওঠেছে। আন্দোলনের মাধ্যমে অচিরেই এ সরকারের বিদায় ঘণ্টা বাজবে।
মিছিলে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জাহিদুল কবির, যুবদল দক্ষিণের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সদস্য ওমর ফারুক শাকিল চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ১ম যুগ্ম আহবায়ক নাছির উদ্দীন নাছির ও যুগ্ম আহবায়ক ফারুখ আহমেদ। বিজয় একাত্তরের সভাপতি সোহেল রানা, ছাত্রনেতা দীপ্ত দা প্রমুখ।