বন্দুকধারী ছিল বর্ম পরিহিত

0

টেক্সাসের উভালদে শহরের প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালানো বন্দুকধারী ছিল বর্ম পরিহিত। মঙ্গলবার সে স্কুলে হামলার আগে আরও দুইটি ঘটনা ঘটে। প্রথমে নিজের দাদিকে গুলি করে। দ্বিতীয় ঘটনায় হামলার উদ্দেশে স্কুলে প্রবেশের আগে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তার। টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি সার্জেন্টের এরিক এস্ট্রাডা সংবাদমাধ্যম সিএনএনকে এসব তথ্য জানিয়েছেন।

এরিক এস্ট্রাডা বলেন, সন্দেহভাজন ব্যক্তি স্কুলের কাছাকাছি একটি খাদের কাছে ধাক্কা খেয়েছিল। সেখানেই সে তার গাড়ি থেকে বেরিয়েছিল। একটি রাইফেল নিয়ে সে স্কুলে প্রবেশের চেষ্টা করে। দুর্ভাগ্যবশত সে বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশে সমর্থ হয়। পরে সেখান থেকে বেশ কয়েকটি শ্রেণীকক্ষে ঢুকে তার আগ্নেয়াস্ত্র থেকে গুলিবর্ষণ শুরু করে।

এস্ট্রাদা বলেন, বন্দুকধারীর কাছে একটি ‘লম্বা রাইফেল ও ব্যাকপ্যাক’ দেখা গেছে। তার শরীরে বর্মও ছিল।

খুনির কাছে কী ধরনের রাইফেল ছিল সেটি  তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক বিষয়ক ব্যুরো বিষয়টির তদন্ত করছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com