ঢাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের মশাল মিছিল

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের ওপর ছাত্রলীগের সশস্ত্র হামলা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলকে অবাঞ্ছিত ঘোষণা করার প্রতিবাদে মশাল মিছিল করেছে জবি ছাত্রদল।

মঙ্গলবার (২৪ মে) রাত ৮টার দিকে মিছিলটি ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে জবি ছাত্রদলের সভাপতিপ্রার্থী আরেফিন বলেন, এ রকম মধ্যযুগীয় আচরণ ছাত্রলীগকে ছাড়তে হবে। কোনোভাবেই ছাত্রসমাজ ও দেশের মানুষ এমন বর্বর আচরণ সহ্য করবে না।

তিনি আরও বলেন, সংগ্রামী সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাইফ মাহমুদ জুয়েল কথা দিয়েছিলেন ছাত্রদল নেতাকর্মীর ওপর হামলা হলে পাশে থাকবেন, প্রতিরোধ গড়ে তুলবেন। তারা কথা রেখেছেন। জবি ছাত্রদলও কর্মী হিসেবে তাদের পাশে থাকার অঙ্গীকার করে এবং পাশে থাকবে।

ছাত্রদলকে অবাঞ্ছিত ঘোষণা করার কোনো অধিকার ছাত্রলীগের নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ সহ্য করবো না। আমরা সাধারণ শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবিতে মাঠে থাকবো। রক্ত দিয়ে হলেও অধিকার প্রতিষ্ঠা করবো।

এর আগে, মঙ্গলবার সকালে ঢাবির শহীদ মিনার অভিমুখে ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। তাদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন ইকবাল, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মোমেন মিয়া, সানোয়ার হোসেন মিঠু, সাইফুল ইসলাম, সিনিয়র কর্মী এস এম কিবরিয়া, রাকিবুল ইসলাম পলাশ, সাইফ সবুজ, জাহিদুর রহমান জামাল, সজীব সাজু, জাহিদুল ইসলাম, সাজাদ হোসেন পলাশ, ওলিউর রহমান মোজ্জামেল হক ডেনি ও তারিকুল ইসলামসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com