মাদারীপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
মাদারীপুরের রাজৈর উপজেলায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করার ঘটনা ঘটেছে। রাজৈর-কোটালীপাড়া সড়কের সেনখালী মণ্ডলবাড়ি এলাকায় গত শনিবার রাতে এই ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালকের নাম রাজীব শেখ (১৬)। সে উপজেলার টেকেরহাট বন্দরের হৃদয়নন্দী গ্রামের হোসেন শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে উপজেলার টেকেরহাট বন্দরের শংকরদীর পাড় ব্রিজের সামনে থেকে তিন থেকে চারজন যুবক রাজীবের অটোরিকশাটি ভাড়া করে সেনখালীর দিকে নিয়ে যায়। পরে সেনখালী মণ্ডলবাড়ির কাছে এলে দুর্বৃত্তরা তার অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় রাজীব বাধা দিলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। পরে রাজীবের চিৎকারে আশপাশের লোকজন চলে এলে দুর্বৃত্তরা ওই অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। রাত নয়টার দিকে রাজীবকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করেন।