নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
আজ সোমবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে কটুক্তি ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনের উপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয় ।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমান, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক অভি প্রমূখ।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে কটুক্তি ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনের উপর পুলিশের হামলার প্রতিবাদের নিন্দা জানান। তারা আরো বলেন, তারেক রহমান অচিরেই দেশে ফিরে আসবে।