সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ঈর্ষাপরায়ণ কটুক্তি ও পরোক্ষভাবে মৃত্যুর হুমকি এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের উপর পুলিশি হামলা-মামলা, ছাত্রদল নেতা জাসামকে গুম করার অপচেষ্টা ও সারাদেশে সাড়াশি গ্রেফতারের প্রতিবাদে সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
আজ সোমবার (২৩ মে) সকাল ১১টার সময় সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মান্নান তালুকদারের মোড় থেকে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি কায়সার পারভেজ কাজল, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ ও সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন।
বিক্ষোভ মিছিলটি ইসলামিয়া সরকারি কলেজ মোড় হয়ে হোসেনপুর বাগানবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের নেতৃবৃন্দ।