সাক্কু-কায়সারের নির্বাচনী প্রচারে না যাওয়ার নির্দেশ জেলা বিএনপির

0

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির বহিষ্কৃত দুই নেতার সাথে নির্বাচনী কার্যক্রমে না যাওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা প্রদান করেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি।

কেউ এই নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দফতর সম্পাদক সারোয়ার জাহান দোলন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী এবং সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনাপত্র শনিবার রাতে তিনি গণমাধ্যমে প্রদান করেন।

প্রসঙ্গত, দলীয় সিদ্ধান্ত অমান্য করে কুমিল্লা সিটি নির্বাচনে প্রার্থী হওয়ায় স্বতন্ত্র মেয়র প্রার্থী সদ্য বিদায়ী মেয়র কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু এবং কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সারকে বিএনপি ও এর অঙ্গসংগঠন থেকে গত বৃহস্পতিবার বহিষ্কার করা হয়। এর মধ্যে মনিরুল হক সাক্কুকে বহিষ্কার করা হয়েছে আজীবনের জন্য। সিটি করপোরেশন নির্বাচনের সকল কার্যক্রমে বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের কোনো ধরণের প্রচার, প্রচারণায় অংশ না নেয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com