বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: মির্জা ফখরুল

0

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাকশালের পর গণতন্ত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বিএনপি মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে।

রবিবার (২২ মে) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি সব সময় চেষ্টা করেছে গণমাধ্যমের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করা। বিএনপি বিশ্বাস করে, স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব নয়। মুক্ত গণমাধ্যম ছাড়া একটি রাষ্ট্র কখনও সোজা হয়ে দাঁড়াতে পারে না।’

আগামীতে গণমাধ্যম নিয়ে বিএনপির পরিকল্পনা তুলে নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘মুক্ত গণমাধ্যমের অন্তরায় সব নিবর্তনমূলক আইন ও অধ্যাদেশ বাতিল করা হবে। প্রেস কাউন্সিলের ক্ষমতা ও পরিসর বৃদ্ধি করা হবে। গণমাধ্যমকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করা হবে। ওয়েজ বোর্ডের বাস্তবায়ন নিশ্চিত করা এবং গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় আইন প্রণয়ন করা হবে।’

বর্তমান সরকারের ফ্যাসিবাদী অবস্থা থেকে দেশকে দ্রুত মুক্ত করতে পারবে বলে বিএনপি আশাবাদী মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘টানেলের মুখে আলো দেখা যাচ্ছে।’

মতবিনিময় সময় আরও উপস্থিত ছিলেন— বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। এসময় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘বিএনপি যা বলে তা বিশ্বাস করে কিনা সেইটা প্রশ্ন। শুধু গণমাধ্যমে কাভারেজ পাবার জন্য যদি এসে থাকেন, তাহলে গত ১৩ বছর যেভাবে কেটেছে, সেভাবেই কাটবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com