আসামে পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগে থানায় আগুন

0

ভারতের আসামে নাওগাঁও পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। তাদের অভিযোগ, শফিকুল ইসলাম নামে এক মাছ বিক্রেতার ওপর নির্যাতন চালিয়ে তাকে হত্যা করেছে ওই থানার পুলিশ। শনিবার (২১ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে আহত হন তিনজন।

পুলিশের দাবি, ওই ব্যক্তিকে মদ্যপ অবস্থায় রাস্তা থেকে ধরে থানায় নেওয়া হয়। তবে পুলিশের এক সূত্র বলছে, শফিকুল নামের ওই ব্যক্তিকে বাটাভ্রাদা এলাকা থেকে আটক করা হয়। তার কাছে ১০ হাজার রুপি ও একটি হাঁসও চায় পুলিশ।

নিহতদের স্বজনরা অভিযোগ করে বলেন, তারা থানায় শফিকুলকে দেখতে গেলে পুলিশ জানায় সে অসুস্থ এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর হাসপাতালে গেলে শফিকুলের লাশ মর্গে পান তারা।

এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা থানাও ঘেরা করে বিক্ষোভ শুরু করেন। অভিযোগ রয়েছে, এসময় ভাঙচুর চালান তারা। অগ্নিসংযোগও করা হয় থানায়। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com