পদ্মা সেতুর সম্পূর্ণ হিসাব জনসম্মুখে প্রকাশের দাবি গণফোরামের
গণফোরাম (একাংশ) সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, জনগণের কাছে জবাব দিতে হবে ১২ হাজার কোটি টাকার পদ্মা সেতুর প্রকল্পে কিভাবে প্রায় ৫০ হাজার কোটি টাকা ব্যয় হয়? পদ্মা সেতুর সম্পূর্ণ আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে।’
শনিবার (২১ মে) বিকাল ৫টায় গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য সংগ্রহ ও সাংগঠনিক মাস উদ্বোধন এবং আলোচনা সভায় মন্টু এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে হেয় প্রতিপন্ন করে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
তিনি সিলেটে বন্যা কবলিত এলাকায় অনতি বিলম্বে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা পৌঁছে দিয়ে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
দলের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। এখন শুনছি এই জনভোগান্তির ফ্যাসিস্ট সরকার জনজীবনকে আরও অতিষ্ঠ করে তুলতে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা শুরু করেছে।’