জনগণের নেত্রী খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার: ড. খন্দকার মোশাররফ

0

বিএনপিকে সরকার আর টোপে ফেলতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির  স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, বারবার জনগণকে ধোকা দেওয়া যায়, প্রতারণা করা যায়, বিএনপিকেও বারবার টোপে ফেলা যায়। এইবার আর বিএনপি সেই টোপে যাবে না। জনগণ সেই প্রতারণার শিকার হবে না। আওয়ামী লীগ অতীতেও নির্বাচনকে সামনে রেখে নানা রকমের কর্মকাণ্ড ও কৌশল করেছে বলে দাবি করেন বিএনপির এই নেতা।

শনিবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর ৭ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায়র আয়োজন করে সম্মলিত ছাত্র-যুব ফোরাম।

‘খালেদা জিয়াকে পদ্মা সেতুতে তুলে নদীতে ফেলে দেওয়া উচিত’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে মোশাররফ বলেন, আজকে যারা ক্ষমতায় তারা ভালো নেই, ঘুম হয় না তাদের। ঘুম হয় না বলেই আজকে দেশের প্রধানমন্ত্রী গায়ের জোরে হোক অবৈধভাবে হোক সে প্রধানমন্ত্রী। তার মুখে এ ধরনের অসংলগ্ন কুরুচিপূর্ণ বক্তব্য আসে। যদি তা আগের রাতে ঘুম হতো তাহলে এ ধরনের বক্তব্য একজন মানুষ দিতে পারে না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন-বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবেন। প্রধানমন্ত্রীর এই নির্দেশে কি প্রমাণিত হয়? দেশনেত্রী খালেদা জিয়া জনগণের নেত্রী তাকে পদ্মা থেকে টুপ করে ফেলে দিয়ে হত্যার ষড়যন্ত্র করছে। আমরা অভিযুক্ত করতে চাই, খালেদা জিয়াকে হত্যার হুমকি তিনি দিয়েছেন।

খালদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের জন্য দেশের জনগণের নিকট অনতিবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানি‌য়ে বিএনপির এই নেতা বলেন, তা না হলে খালেদা জিয়াকে হত্যার হুমকারি হিসেবে, নির্দেশক হিসেবে আজকের প্রধানমন্ত্রীর বিচার এদেশের জনগণ করবে।

বর্তমান নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির সংলাপে অংশগ্রহণের প্রশ্ন উঠে না উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, আমরা যে নির্বাচন চাই সেটা হলো, আগে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। সংসদ বাতিল করতে হবে। এরপর নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। সেই সরকার যে নির্বাচন কমিশন গঠন করবে সেই কমিশনের সঙ্গে আমরা সংলাপ করবে। বর্তমান নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে যাওয়ার প্রশ্নই উঠে না। অতত্রব, এই নির্বাচন কমিশন সংলাপের আহ্বান করলে কি আর না করলেই কি, বিএনপি এই ব্যাপারে দুই পয়সার দামও দেয় না।

মোশাররফ বলেন, কিছুদিন আগে বর্তমান প্রধানমন্ত্রী ডয়েচে ভেলের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন- তিনি আর প্রধানমন্ত্রী হবেন না। ৪ বার তিনি প্রধানমন্ত্রী হয়ে গেছে। অবশ্যই বলেন নাই যে, যেভাবে হোক হয়ে গেছেন। উনি আসলে বুঝে গেছেন আগামী নির্বাচন পর্যন্ত এই সরকার আর টিকে থাকতে পারবে না।

মোশাররফ আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন-বিএনপি ক্ষমতা গেলে তাদের প্রধানমন্ত্রী কে হবেন। আমি বলবো- বিএনপি আগামীতে যে নির্বাচনে অংশ গ্রহণ করবে, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। সেই নির্বাচনে আমাদের সঙ্গে যারা থাকবেন, তাদেরকে নিয়ে সরকার গঠন করবো। সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া। আর শেখ হাসিনা ডয়েচে ভেলে বলেছেন-তিনি আর প্রধানমন্ত্রী হবেন না। ওবায়দুল কাদেরকে বলেতে চাই, ভবিষ্যতে আপনারা যেদিন ক্ষমতায় আসবেন, সেই দিন আপনাদের প্রধানমন্ত্রী কে হবেন তা জনগণকে জানান।

বিএনপির লক্ষ্য অর্জন বক্তব্য দিয়ে হবে না বলে মন্তব্য করে মোশাররফ বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, রাজপথে থাকতে হবে। সরকারকে হঠাতে প্রোগ্রাম হবে এবং কর্মসূচি আসবে।

ফোরা‌মের আহবায়ক এডভোকেট না‌হিদুল ইসলাম না‌হি‌দের সভাপ‌তি‌ত্বে সভায় আরও বক্তব্য রা‌খেন─ ঢাকা মহানগর দ‌ক্ষিন বিএন‌পির আহবায়ক আব্দুস সালাম, রাজশাহী বিভা‌গ বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক এডভোটেক রুহুল কুদ্দুস দুলু, যুবদ‌লের সভাপ‌তি সাইফুল ইসলাম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাই‌দ্দিন টুকু, সেচ্ছা সেবক দ‌লের সাধারণ সম্পাদক আব্দুল কা‌দের ভূইয়া জু‌য়েল প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com