আটক গুলশান থানা ছাত্রদল নেতা আশরাফুলের সন্ধান মিলছে না

0

গুলশান থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম জাসামকে আটক করেছে পুলিশ। কিন্তু এখনো পর্যন্ত কোনো থানায় তাকে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যার আগে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে বাসায় যাওয়ার পথে আশরাফুল ইসলামকে কাকরাইল মোড় থেকে আটক করে পুলিশ। তবে এখনো পর্যন্ত কোনো থানায় তাকে পাওয়া যাচ্ছে না। পুলিশ বলছে, এ ব্যাপারে তারা কিছু জানে না।

এসময় ছাত্রদল সম্পাদক দ্রুত আটক হওয়ায় ছাত্রদল নেতার অবস্থান নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এবং আটক ছাত্রদল নেতার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com