রাশিয়াকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে: জেলেনস্কি

0

কিয়েভের উত্তরে চেরনিহিভ অঞ্চলের দেসনা গ্রামে বৃহস্পতিবার রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অনেক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার রাতের ভাষণে জেলেনস্কি এ কথা বলেন। খবর সিএনএনের।

বেলারুশের সীমান্ত থেকে ৪০ মাইল দূরে অবস্থিত চেরনিহিভ।

তিনি বলেন, ওডেসা অঞ্চলে ক্রমাগত হামলা চলছে, মধ্য ইউক্রেনের শহরগুলোতে, দোনবাস সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এ বিষয় রাশিয়ার জন্য কোনো সামরিক ব্যাখ্যা থাকতে পারে না।

জেলেনস্কি বলেন, এটি যতটা সম্ভব ইউক্রেনীয়কে হত্যা করার একটি ইচ্ছাকৃত ও অপরাধমূলক প্রচেষ্টা।

তিনি বলেন, খারকিভ অঞ্চল মুক্ত করার জন্য ইউক্রেনের বাহিনী অগ্রসর হচ্ছে।

তিনি আরও বলেন, দোনবাসে, দখলদাররা চাপ বাড়ানোর চেষ্টা করছে। এলাকাটি এখন নরক আছে, এটি কোনো অতিরঞ্জিত নয়। সেভেরোদোনেৎস্কের নৃশংস ও একেবারে বুদ্ধিহীন বোমা হামলা চালাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১২ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন।

তিনি বলেন, ‘ওডেসা অঞ্চল-সহ মধ্য ইউক্রেনের শহরগুলোতে ক্রমাগত রুশ হামলা চলছে। আর ডনবাস সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এটি যতটা সম্ভব ইউক্রেনীয়কে হত্যা করার, যতটা সম্ভব বাড়িঘর, সামাজিক সুবিধা এবং উদ্যোগগুলোকে ধ্বংস করার জন্য ইচ্ছাকৃত এবং অপরাধমূলক প্রচেষ্টা।’

তিনি বলেন, এটিই গণহত্যার যোগ্যতা শামিল এবং যার জন্য রাশিয়াকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com