ন্যাটোর পারমাণবিক অস্ত্র ও সামরিক ঘাঁটি চায় না ফিনল্যান্ড
ন্যাটোর সদস্য হওয়ার আবেদন করলেও নিজ ভূখণ্ডে জোটটির পারমাণবিক অস্ত্র মোতায়েন বা সামরিক ঘাঁটি চায় না ফিনল্যান্ড। এমনকি জোটের সদস্যপদ পাওয়ার পরও দেশটির এই অবস্থান থাকবে। বৃহস্পতিবার এসব কথা জানিয়েছেন ফিনিশ প্রধানমন্ত্রী সানা মারিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।
ইতালির একটি দৈনিক পত্রিকাকে ফিনিশ প্রধানমন্ত্রী বলেছেন, ফিনল্যান্ডের সদস্য হওয়ার আলোচনায় এমন কোনও পদক্ষেপের কথা বলা হয়নি।
তিনি বলেন, ফিনল্যান্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েন বা ন্যাটোর ঘাঁটি চালু করার কোনও আগ্রহ আছে বলে আমি মনে করি না।
সুইডেনের প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসনও বলেছেন, তার দেশও ন্যাটোর স্থায়ী সামরিক ঘাঁটি বা নিজ ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র চায় না।
বুধবার ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটো জোটের সদস্য হওয়ার জন্য আবেদন করে। এর মাধ্যমে তারা দীর্ঘ কয়েক দশকের সামরিক জোট নিরপেক্ষ অবস্থান পরিত্যাগের ইঙ্গিত দিলো।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর নরডিক দেশ দুটির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দেশ দুটির ন্যাটো জোটে যোগদান মস্কোর জন্য হুমকি নয়। কিন্তু তিনি সতর্ক করে বলেছেন, যদি জোটের পক্ষ থেকে সামরিক ঘাঁটি বা সরঞ্জাম দেশ দুটির ভূখণ্ডে মোতায়েন করা হয় তাহলে রাশিয়া পাল্টা পদক্ষেপ নেবে।