নতুন প্রজন্মের হাতেই হবে জালিম সরকারের পতন: ইশরাক

0

দেশবাসী বর্তমান সরকারের বিদায় চায় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১ নম্বর সদস্য ইশরাক হোসেন। তিনি বলেন, ‘সারাদেশে নতুন প্রজন্ম ও যুবকদের সাড়া পাচ্ছি। আর এই জালিম সরকারের পতন নতুন প্রজন্মের হাতেই হবে।’

বৃহস্পতিবার (১৯ মে) সৈয়দপুর জেলা বিএনপির আয়োজিত কর্মী সভায় এসব কথা বলেন ইশরাক হোসেন ।

ইশরাক হোসেন বলেন, ‘আমাদের দীর্ঘপথ সংগ্রাম করতে করতে আজকের এই বাংলাদেশ। দেশ বাঁচাতে আমাদের আবারও সংগ্রাম করতে হবে। আমাদের অনেক নেতাকর্মী গুম, খুন, হামলা-মামলার শিকার হয়েছেন। তাদের কোনো হদিস দেয়নি এই জালিম সরকার। বহু নেতাকর্মী বন্দুকযুদ্ধের মিথ্যা নাটকে হত্যার শিকার হয়েছেন। অনেক নেতাকর্মীর হাতে পুলিশের হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় মৃতদেহ পাওয়া গেছে।’

তিনি বলেন, দেশনেত্রী  খালেদা জিয়াই এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন। আমার নেত্রী বহুদলীয় গণতন্ত্রে সূচনা করছেন। তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আজকে এই জালিম শাহীর কারাগারে বন্দি হয়ে আছেন। অবিলম্বে দেশনেত্রী ও সকল নেতাকর্মীকে কারামুক্ত করে দিতে হবে। সেই সাথে সারাদেশে সকল মামলাকে প্রত্যাহার করে নিতে হবে।

সভায় সৈয়দপুর রাজনীতিক জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু- সাংগঠনিক সম্পাদক, বিএনপি রংপুর বিভাগ, আব্দুল খালেক সহসাংগঠনিক সম্পাদক, বিএনপি রংপুর বিভাগ,  সৈয়দপুর রাজনীতিক জেলা বিএনপির সদস্য সচিব শাহিন আখতার শাহিন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com