ইউক্রেনে যুদ্ধাপরাধের দায় স্বীকার করলেন এক রুশ সেনা
ইউক্রেনের একজন নিরস্ত্র বেসামরিক নাগরিককে হত্যার দায় স্বীকার করেছেন ২১ বছর বয়সি এক রুশ সেনা।
যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনে প্রথম যুদ্ধাপরাধের বিচারে ওই সেনা নিজের দোষ স্বীকার করে নেন। খবর বিবিসির।
আগ্রাসন শুরুর কয়েকদিন পর ৬২ বছর বয়সি এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায় স্বীকার করে নেয় ভাদিম শিশিমারিন। তার আমৃত্যু কারাদণ্ড হতে পারে।
এদিন কড়া নিরাপত্তার মধ্যে হাতে হাতকড়া পরিয়ে কিয়েভের একটি ছোট্ট আদালত কক্ষে আনা হয় রুশ সেনা ভাদিমকে। তখন তাকে হতাশ দেখাচ্ছিল এবং তিনি মাথা নত করে রেখেছিলেন।
তার থেকে মাত্র কয়েক মিটার দূরে নিহত ব্যক্তির বিধবা স্ত্রী বসেছিলেন।