বিয়ের উপহার খুলতেই বিস্ফোরণে উড়ে গেল বরের হাত
বিয়েতে বর ও কনের পরিবারের আত্মীয়, কাছের কিংবা পরিচিতরা উপহারসহ শুভেচ্ছা জানিয়ে থাকেন। তবে সেই উপহারে অনাকাঙ্ক্ষিত ঘটনা কেউই আশা করে না। কিন্তু বিয়ের পর দিনই ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হলেন ভারতের গুজরাটের এক নতুন বর।
গত সোমবার (১৬ মে) বিয়ের অনুষ্ঠানের পর দিন উপহার খুলে দেখছিলেন বর। পাশেই ছিল তার স্বজনরা। কিন্তু এর মধ্যেই ঘটে বিপত্তি।
একটি উপহারের মোড়ক খুলতে গিয়েই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই হাতের কব্জি হারান বর। একই সাথে মাথা ও চোখেও বেশ আঘাত পেয়েছেন তিনি। তার পাশে বসে থাকা ভাতিজাও আহত হয়েছে।
গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গুজরাটের নবসারি জেলার মিন্ধাবরী গ্রামে।
ঘটনার পর জানা যায় যে রাজু পটেল নামের এক ব্যক্তি ওই উপহার পাঠিয়েছেন। তিনি নববধূর বড় বোনের সাবেক প্রেমিক ছিলেন। কিছু দিন আগেই তাদের বিচ্ছেদ হয়। সেই ক্ষোভ থেকেই হয়তো তিনি এমন ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : আনন্দবাজার