পুরোপুরি থমকে গেলো রাশিয়া-ইউক্রেনের মধ্যেকার শান্তি আলোচনা
পুরোপুরি থমকে গেলো রাশিয়া-ইউক্রেনের মধ্যেকার শান্তি আলোচনা। যুদ্ধের পাশাপাশি এতদিন ধরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনাও চলছিল। কিন্তু দুই পক্ষই মঙ্গলবার জানিয়েছে যে, আর কোনো আলোচনা চলছে না। এ জন্য রাশিয়া ও ইউক্রেন একে অপরকে দায়ী করেছে। এ খবর দিয়েছে ডয়চে ভেলে।
খবরে জানানো হয়েছে, এতদিন আলোচনার পরেও কোনোপক্ষই সমাধানে পৌঁছাতে পারেনি। আলোচনা ভেস্তে যাওয়ার জন্য সামগ্রিকভাবে ইউক্রেনকে দায়ী করেছেন রাশিয়ার প্রতিনিধিরা। রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুডেনকো বলেছেন, কিয়েভ কার্যত আলোচনার টেবিল থেকে উঠে গেছে। আপসমীমাংসার সামান্য সুযোগটুকু তারা রাখেনি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের বক্তব্য, ইউক্রেন নিজের স্বার্থের কথা ভাবছে না। তারা পশ্চিমা দেশগুলির স্বার্থ নিশ্চিতে কাজ করছে
পশ্চিমা দেশগুলি ইউক্রেনকে কার্যত ব্যবহার করছে নিজেদের স্ট্র্যাটেজি সাজানোর জন্য। এতে ইউক্রেনের কোনো লাভ হবে না। তিনি আরও বলেন, আমরা সবসময়ই আলোচনার মাধ্যমে সমাধান চেয়েছিলাম। কিন্তু ইউক্রেন তা হতে দিচ্ছে না।
এদিকে রাশিয়াকে পাল্টা দোষারোপ করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক জানিয়েছেন, আলোচনা স্থগিত করতেই হলো, রাশিয়া কোনোরকম দাবিই মানতে রাজি নয়। তারা কোনো সমাধানসূত্রেও পৌঁছাতে চাইছে না। রাশিয়ার অবস্থান অত্যন্ত নেতিবাচক বলে অভিযোগ করেছেন পদোলিয়াক।