আয়া সোফিয়া মসজিদে হাফেজে কুরআনদের ফের বিশেষ সম্মাননা

0

সাধারণ শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআনের হাফেজ হওয়ায় ৩৫ জন কিশোরকে বিশেষ সম্মাননা দিয়েছে তুরস্ক।

রোববার দেশটির ঐতিহাসিক ইস্তাম্বুল নগরীর আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে আনুষ্ঠানিকভাবে তাদের এ সম্মাননা দেয়া হয়। এর আগে গত বছরের মে মাসেও আয়া সোফিয়ায় কুরআন মুখস্থকারী ১৩৬ কিশোর-কিশোরীকে সম্মাননা দেয় তুরস্ক।

স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও বেশ সংখ্যক মুসুল্লির উপস্থিতিতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ সম্মাননা অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে বক্তৃতাকালে ‘রজব তাইয়েব এরদোগান মাধ্যমিক মাদরাসা’র পরিচালক বিরাম কিফাইলি বলেন, ‘আমাদের মাদরাসার নিয়মিত হিফজ কোর্সের এবং সাধারণ শিক্ষার পাশাপাশি হিফজ সম্পন্নকারী হাফেজদের সম্মাননা প্রদানে এই অনুষ্ঠানের আয়োজন।’

অনুষ্ঠান শেষের আগে ৩৫ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআন হিফজের সনদপত্র তুলে দেয়া হয়। সম্মাননা পাওয়া প্রতিটি শিক্ষার্থীই ‘রজব তাইয়েব এরদোগান মাধ্যমিক মাদরাসা’ থেকে হিফজ সম্পন্ন করল।

গত সপ্তাহেও তুরস্কে দুটি স্থানে হাফেজে কুরআনদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তাতে শিরনাক প্রদেশের ২০০ জন ও কির্কলারেলি প্রদেশের ৩২ জন হাফেজকে বিশেষ সম্মাননা দেয়া হয়।

সূত্র : টিআর ডট এজেন্সি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com