লেবাননে সঙ্কটের পর প্রথম নির্বাচনে ভোটগ্রহণ শুরু

0

লেবানন বহুমাত্রিক সঙ্কটের মুখে পড়ার পর দেশটির প্রথম নির্বাচনে রোববার ভোটগ্রহণ শুরু হয়েছে। জনরোষের মুখে থাকলেও ক্ষমতাসীন এলিট এ নির্বাচনে সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, ২০১৯ সালে সংস্থাপন বিরোধী নজিরবিহীন অস্থিরতার প্রেক্ষাপটে শুরু হওয়া বিরোধী দলের আন্দোলনের জন্য প্রথম পরীক্ষা হচ্ছে এই পার্লামেন্ট নির্বাচন।

এখন পর্যন্ত পর্যবেক্ষকরা নির্বাচনে বড় ধরনের কোনো পরিবর্তন আশা করেন না বলে সতর্ক করে দিয়েছেন। কেননা, দেশটির গতাণুগতিক রক্ষণশীল দলগুলোর হাতেই ক্ষমতা কুক্ষিগত করে রাখার সকল কলকাঠি রয়েছে এবং নির্বাচনী ব্যবস্থাও তাদের অনুকূলে রয়েছে।

দেশটিতে স্থানীয় সময় সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচনে ৩৯ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com