ধানের শীষের গণজোয়ার দেখে সরকার কূটকৌশল করছে: ইশরাক

0

ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, ওয়ান ইলেভেনের মামলা সচল করে নির্বাচন থেকে পিছু হটাতে পারবে না সরকার। 
ইশরাক বলেন, ‘২০০৮ সালে ওয়ান-ইলেভেন সরকারের সময় তখন আমি ছাত্র। আমার বয়স জাস্ট সাড়ে ১৮ হবে, মাত্র প্রাপ্তবয়স্ক। তখন আমি ফাস্ট ইয়ারে পড়ি, তখন আমার সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয়। সেই নোটিশ, আমি আদৌ কোনো সময় পাইনি। তো সেই নোটিশের জবাবও আমি দেইনি।’
তিনি বলেন, ‘২০১০ সালে গিয়ে বিএনপি তখন তুমুল সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলে। আমার বাবা (সাদেক হোসেন খোকা) তখন ঢাকা মহানগর বিএনপির সভাপতি ছিলেন। তখন উনাকে চাপে ফেলার জন্য নোটিশের জবাব না দেয়ার একটা মামলা হয়। 
এর কিছুদিন পরে আমি তখনও দেশে আসিনি। তারপরে কী হয়েছে জানি না। কারণ, আমি তখন দেশে থাকতাম না। আমার বাবা ওটা হ্যান্ডেল করেছেন। পরবর্তীতে এটার ব্যাপারে কিছু শুনিনি। গত ২০১৮ সালে যখন আমি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দেশে আসলাম, মনোনয়ন জমা দিলাম এবং ইসিতেও জমা দিলাম, তখন তড়িঘড়ি করে চার্জশিট তৈরি করল দুদক থেকে। তারপর থেকে হিয়ারিং চলছে। এখন আজকে যেটা হয়েছে আমি চ্যালেঞ্জ করে আসছি এ মামলাটি। এ মামলা চলতে পারে না।’
ইশরাক বলেন, নির্বাচনী প্রচারণায় এটার প্রভাব পড়বে না। এতে কিছুই যায় আসে না। এগুলো মানুষ বোঝে, মানুষ বুঝেছে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে সরকার ভীত। হারের ভয়ে যত রকমের কূটকৌশল প্রয়োগ করছে। আমি এগুলোর তোয়াক্কা করি না। এগুলো জেনেই আমি রাজনীতিতে এসেছি। আমি বিচলিত হচ্ছি না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com