সেনাপ্রধানকে হতে হবে ত্রুটিমুক্ত: মরিয়ম নওয়াজ
এবার পাকিস্তানের সেনাবাহিনী নিয়ে মন্তব্য করলেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে ও পিএমএলএনের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। তিনি বলেছেন, সেনাপ্রধান হতে হবে এমন একজন ব্যক্তিকে, যার ব্যাকগ্রাউন্ড নির্ভেজাল, ত্রুটিমুক্ত। একই সঙ্গে তিনি বলেন, পাকিস্তানের সেনাবাহিনী একটি সম্মানীত প্রতিষ্ঠান। জনগণের জন্য মঙ্গলময়, এমন ব্যক্তিকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয়া উচিত। দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য পুরো জাতি তাকিয়ে আছে সেনাবাহিনীর দিকে। ইসলামাবাদ হাইকোর্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলছিলেন বৃহস্পতিবার। এ সময় মরিয়ম তার বিরুদ্ধে মামলা বিলম্বিত করার জন্য ন্যাশনাল একাউন্টেবলিটি ব্যুরোকে (এনএবি) দায়ী করেন। এ সময় তিনি সেনাবাহিনীর প্রশংসা করেন। বলেন তারা রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে। সাংবিধানিক দায়িত্ব হলো রাজনীতিকদের লড়াই, তাই তারা সাংবিধানিক ভূমিকায় তাদেরকে সীমিত করেছে
এনএবির বিরুদ্ধে তিনি অভিযোগ করেন। বলেন, আমার বিরুদ্ধে কোনো তথ্যপ্রমাণ পায়নি এনএবি। যদি তারা এমন কোনো তথ্যপ্রমাণ পেতো তাহলে ১০ মাসেই তা প্রমাণ করে দিতো। হয়তো তারা এক্ষেত্রে করোনাভাইরাস অথবা তাদের আইনজীবী পরিবর্তনকে অজুহাত হিসেবে তুলে ধরছে। তিনি আরও বলেন, দেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্রে লিপ্ত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ড. ইসরার আহমেদ এবং হাকিম সাইদের বিবৃতির কথা মনে পড়ছে। তারা বলেছিলেন, ইমরান খান দেশকে ধ্বংস করে দিচ্ছেন।