ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান নিয়ে মুখ খুলল পেন্টাগন
ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান নিয়ে উত্তেজনার পারদ বাড়ছে। ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে রাশিয়া কী প্রতিক্রিয়া দেখাবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এবার ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান নিয়ে মুখ খুলেছে পেন্টাগন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি মার্কিন আউটলেট এমএসএনবিসিকে বলেন, ফিনল্যান্ডকে ন্যাটোতে একীভূত করা কঠিন হবে না। ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান একটি ঐতিহাসিক বিষয় হবে বলেও জানান তিনি।
ফিনল্যান্ডকে প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ‘ন্যাটোর সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে প্রস্তুত থাকার’ জন্য দেশটি প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, তিনি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে কথা বলেছেন এবং ‘ইউক্রেনের ইউরোপীয় একীকরণ’ নিয়ে আলোচনা করেছেন।
ধারণা করা হচ্ছে ফিনিশ সরকার আগামী সপ্তাহে সংসদীয় অনুমোদন পাওয়ার পর ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করবে।