ইমরান খানকে কাছে পেয়ে অঝোরে কাঁদল শিশু
পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ইমরানকে কাছে পেয়ে অঝোরে কাঁদছে একটি শিশু।
পাকিস্তানের জিও নিউজ তাদের খবরে জানিয়েছে, যে শিশুটি ইমরান খানের সামনে কাঁদছিল তার নাম আবু বকর। তার বাড়ি লাক্কি মারওয়াতে।
আবু বকর অ্যাবোটাবাদ জলসায় ইমরানের সঙ্গে দেখা করতে চেয়েছিল। তার স্বপ্ন ছিল ইমরান খানের সঙ্গে দেখা করবে।
কিন্তু পরবর্তীতে তার স্বপ্ন পূরণ হয়। ইমরান খানের সঙ্গে আলাদাভাবে দেখা করার সুযোগ পায় সে এবং তার পাঞ্জাবিতে সাবেক প্রধানমন্ত্রী অটোগ্রাফও দেন।
নবম শ্রেণিতে পড়া আবু বকর ইমরান খানকে পেয়ে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। সে কেঁদে দেয়।
ভিডিওতে দেখা যায় ইমরান খান শিশু আবু বকরকে শান্তনা দিচ্ছেন। তিনি বলছেন, যখন তুমি বড় হবে বড় কিছু করবে। কাঁদার প্রয়োজন নেই।
এদিকে ইমরান খানের সঙ্গে ওই শিশু দেখা করার সময় তার দল পিটিআইয়ের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
সূত্র: জিও নিউজ