বর্তমান সেনাপ্রধানের অধীনেই পাকিস্তানে নতুন নির্বাচন!

0

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বুধবার বলেছেন, নতুন সেনাপ্রধান নিয়োগের আগেই আগামী নভেম্বরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিবিসি উর্দুকে দেয়া এক সাক্ষাতকারে প্রতিরক্ষামন্ত্রী বলেন, নভেম্বরের আগেই তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করতে পারে। তারপর নতুন সরকার ক্ষমতা গ্রহণ করবে।

বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ বাড়ানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনাপ্রধান ঘোষণা করেছেন, তিনি তার মেয়াদ বাড়াতে চান না।

তিনি বলেন, আমি তার সিদ্ধান্তকে স্বাগত জানাই। কারণ, এটি নিয়ে গোপনে আলোচনা হয়।
বাজওয়ার মেয়ার শেষ হবে আগামী নভেম্বরে। ২০১৯ সালে তার মেয়াদ তিন বছর বাড়ানো হয়েছিল।

তিনি বলেন, সিনিয়রিটির তালিকায় লে. জেনারেল ফয়েজ হামিদের নাম থাকলে সরকার তাকেই ওই পদের জন্য বিবেচনা করবে। সিনিয়রিটি তালিকায় থাকা সব নামই বিবেচনা করা হবে।

তিনি বলেন, নতুন সেনাপ্রধানের নিয়োগ হবে ১০০ ভাগ মেধার ভিত্তিতে। আর এটি রাজনৈতিক বিতর্কের বিষয় হতে পারে না।

সূত্র : জিওটিভি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com