মমতা বন্দ্যোপাধ্যায় সেরা সাহিত্যিক নির্বাচিত হওয়ায় প্রতিবাদের ঝড়, মুখ খুললেন তসলিমা নাসরিনও

0

পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বাংলা একাডেমি দ্বারা সেরা সাহিত্যিক নির্বাচিত হয়ে রিট্রোভারশিপ পুরস্কার পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবাদের ঝড় বয়ে গেছে। ক বছর আগে বাংলা একাডেমি দ্বারা পুরস্কৃত লেখিকা রত্না রশিদ বন্দ্যোপাধ্যায় তাঁর অন্নদা শঙ্কর রায় পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। বাংলা একাডেমির উপদেষ্টা মন্ডলীর পদ থেকে ইস্তফা দিয়েছেন বিশিষ্ট গবেষক- লেখক অনাদি রঞ্জন বিশ্বাস। দুজনেই বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সেরার সম্মান দেওয়াটা একদম পক্ষপাত মূলক। এর প্রতিবাদে তাঁরা পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন ও পদ ছাড়ছেন। বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ভাগ্যিস আমি বাংলায় থাকি না। বাংলার সাহিত্যিক কবিদের সম্পর্কে আমার একটা সম্ভ্রম ছিল কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরস্কৃত করার পর সেই সম্ভ্রম আর থাকলো না। ফেসবুক পোস্টে একজন লিখেছেন- মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় কবি মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরস্কৃত করলেন প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com