মানবাধিকার কাউন্সিলের বিশেষ অধিবেশন বয়কটের ঘোষণা রাশিয়ার

0

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল সোমবার জানায়, তারা ‘রাশিয়ার আগ্রাসনের কারণে ইউক্রেনে মানবাধিকার পরিস্থিতি কতটুকু হ্রাস পেল’ তার ওপর আলোচনা করতে বিশেষ অধিবেশনের আয়োজন করবে।

মূলত ইউক্রেন বিশেষ অধিবেশন আয়োজনের জন্য আবেদন জানায়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্কসহ ৫০টির বেশি দেশ সমর্থন দেয় এবং বিশেষ অধিবেশন আয়োজনের দাবি জানায়।

তবে মানবাধিকার কাউন্সিলের বিশেষ অধিবেশন বয়কটের ঘোষণা দিয়েছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা মঙ্গলবার বলেছেন, রাশিয়ার প্রতিনিধিরা এটিতে যোগ দিয়ে বিশেষ অধিবেশনের আড়ালে কোনো রাজনৈতিক শো’কে বৈধতা দেবে না।

তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে, বিশেষ সামরিক অভিযানের আসল লক্ষ্য নিয়ে আমাদের কথা ও বিবরণ এবং মাঠ পর্যায়ে (যুদ্ধক্ষেত্রে) আসল পরিস্থিতির বিষয়টি পুরোপুরি উপেক্ষিত হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের কাছে প্রমাণ আছে মানবাধিকার কাউন্সিলের বিশেষ অধিবেশনেও আমাদের কথা শোনা হবে না। এবারেও আমাদের কথা উপেক্ষিত হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com