পাকিস্তানে চিনি রফতানিতে শাহবাজ শরিফের নিষেধাজ্ঞা

0

পাকিস্তানে চিনি রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার চিনি রফতানির ওপর এ কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন শাহবাজ।

এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার টু্‌ইটার অ্যাকাউন্টে বলেন, আমি (পাকিস্তানের) দেশীয় চাহিদা পূরণে চিনি রফতানির ওপর একটি পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করার আদেশ দিয়েছি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যেন দেশে পর্যাপ্ত পরিমান চিনির মজুত থাকে। তিনি একই সাথে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন যেন চিনি চোরাচালান ও গুদামজাতকরণ বন্ধ করা হয়।

বিভিন্ন গোপন সূত্র থেকে জানা গেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার অর্থনৈতিক উপদেষ্টা ও বিশেষজ্ঞ দলকে নির্দেশ দিয়েছেন যেন দেশের চাহিদা আগে পূরণ করা হয়। তিনি মূলত বিভিন্ন নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল করতে চান।

শাহবাজ শরিফ চিনি রফতানির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীকে আদেশ দিয়েছেন যেন এ বিষয়ে তাকে প্রতিনিয়ত তথ্য দেয়া হয়। চিনি রফতানিতে নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে কোনো অবহেলা করা হলে বা তা লঙ্ঘিত হলে তার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা দায়ী থাকবেন।

সূত্র : দ্যা এক্সপ্রেস ট্রিবিউন

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com