ধর্ষণ ও অর্থ বাণিজ্যের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

0

বাগেরহাটে ধর্ষণ ও অর্থ বাণিজ্যের অভিযোগে রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক রামপাল উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হামীম নূরীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার শ্রীফলতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে রামপাল থানা পুলিশ। 

আওয়ামী লীগ নেতা হামীম নূরীকে পুলিশ দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আজ রবিবার দুপুরে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিন হাওলাদার জানান, পুলিশে চাকরি দেওয়ার কথা বলে অর্থ গ্রহণ ও ধর্ষণের অভিযোগে ফকিরহাট থানা ও বাগেরহাট আদালতে রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক রামপাল উপজেলা ভাইস হামীম নূরীর বিরুদ্ধে দুটি মামলা করেছেন এক নারী। ওই মামলায় হামীম নূরীকে গ্রেফতার করা হয়। তাকে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আজ রবিবার দুপুরে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বর্তমানে রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামীম নূরী ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রামপাল উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com