এবার মার্কিন নিষেধাজ্ঞায় রাশিয়া-বেলারুশের ২৬০০ সামরিক কর্মকর্তা
রাশিয়ার সামরিক কর্মকর্তাদের দেশে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও রাশিয়া ও বেলারুশের ২৬০০ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার দেওয়ার ঘোষণা দিয়েছে জো বাইডেনের প্রশাসন।
ইউক্রেনের সেনা অভিযান চালিয়ে মানবাধিকার লঙ্ঘন ও রাষ্ট্রটির সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার কাজে জড়িত থাকার অভিযোগে এই নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।
এই নিষেধাজ্ঞায় বুচায় ‘গণহত্যা’ চালানো রুশ সামরিক কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উস্কানি ছাড়াই ইউক্রেনে হামলা চালিয়েছেন, তাই তাকে জবাবদিহিতার আওতায় আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া ও নিষেধাজ্ঞা প্রক্রিয়া অব্যাহত রাখার কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
এছাড়াও রাশিয়ার সামরিক সংশ্লিষ্টদের বিষয়ে ভিসা নীতিতেও পরিবর্তন আনা হবে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে।
সূত্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর