টুইটার কিনতে উৎসাহ দেননি ট্রাম্প, দাবি ইলন মাস্কের

0

টুইটার, ফেসবুক থেকে স্থায়ীভাবে বহিষ্কার হওয়া ট্রাম্প, নিজেই ‘ট্রুথ সোশ্যাল’ নামে সামাজিক যোগাযোগমাধ্যম খুলে বসেছেন। ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর ট্রাম্প জানিয়েছেন, তিনি আর টুইটারে ফিরছেন না। তবে মাস্ক টুইটারের উন্নতি করবেন বলে আশাবাদী এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

এবার বাজারে গুঞ্জন ছড়িয়ে ট্রাম্পের উৎসাহেই নাকি টুইটার কিনেছেন টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা মাস্ক।

তবে সেই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন মাস্ক। নিউ ইয়র্ক পোস্টের একটি খবর শেয়ার করে মাস্ক নিজেই টুইটারে লিখেছেন, ‘এটা মিথ্যা, ট্রাম্পের সাথে আবার পরোক্ষ বা প্রত্যক্ষ কোন যোগাযোগ নেই।’

এর আগে ট্রাম্পের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এর সিইও ডেভিন নুনেসকে উদ্ধৃত করে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্প অগোচরে ইলন মাস্ককে টুইটার কিনতে উৎসাহ দিয়েছেন।

সূত্র: সিএনবিসি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com