খালেদার মুক্তির দাবিতে সিলেটে মহিলা দলের মানববন্ধন
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধন করেছে সিলেট জেলা মহিলাদল। আজ রবিবার দুপুরে নগরীর সুরমা পয়েন্টে এ মানববন্ধন করা হয়।
সিলেট জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবীর শেপীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমেনা বেগম রুমির পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল মুর্শেদ, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক দিদার ইবনে তাহের লস্কর, সিটি করপোরেশনের কাউন্সিলর রোকশানা বেগম শাহনাজ, জেলা মহিলা দলের সহসভাপতি মনিজা বেগম, ত্রাণ বিষয়ক সম্পাদক নুরুন্নাহার ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক তাহসিন শারমিন তামান্না, ফাহিমা আহাদ কুমকুম, প্রচার সম্পাদকা মিলি বেগম প্রমুখ।