৩ বছর পর গিনিতে ক্ষমতা ছাড়ার ঘোষণা সামরিক শাসকের

0

ক্ষমতায় আরোহণের ৩৯ মাসের অন্তর্বর্তী সময় পার করার পর বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন গিনির সেনা সরকারের প্রধান কর্নেল মামাডি ডুম্বুইয়া।

স্থানীয় সময় শনিবার টেলিভিশনে দেওয়া বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

টেলিভিশনে দেওয়া বক্তব্যে সেনা সরকারের প্রধান বলেন, তাদের ক্ষমতায় আরোহণের ৩৯ মাসের অন্তর্বর্তী সময় পার করার পর বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

শনিবার ৩৯ মাসের অন্তর্বর্তী সময়ের প্রস্তাব দিয়েছে তারা। গিনির পার্লামেন্টে এখন প্রস্তাবটি উত্থাপন করা হবে। কর্নেল ডুম্বুয়া প্রতিশ্রুতি দিয়েছেন, তিনিসহ অন্তর্বর্তী সরকারে অংশগ্রহণকারীদের কেউই সামনে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে অংশ নেবেন না।

গিনিতে অভ্যুত্থানের পর ৮০ সদস্যবিশিষ্ট ন্যাশনাল ট্রানজিশন কাউন্সিল (সিএনটি) গড়ে তোলা হয়। এটিই এখন দেশটির পার্লামেন্ট হিসেবে কার্যক্রম চালাচ্ছে। দেশে পরবর্তী নির্বাচন আয়োজনের দায়িত্ব সিএনটির।

গত বছর সেপ্টেম্বর গিনিতে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনী। প্রেসিডেন্ট আলফা কন্ডকে গ্রেফতার করা হয়।

সূত্র: আল-জাজিরা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com