‘শবে কদরে’ মাওলানা তারিক জামিলের উপস্থিতিতে ইমরান খানের বাসায় বিশেষ দোয়া

0

‘শবে কদর’ উপলক্ষে পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে দেশটির বিশিষ্ট ইসলামী স্কলার ও প্রখ্যাত দাঈ মাওলানা তারিক জামিল উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (পবিত্র ২৭ রমজান) ইমরান খানের বনি গালার বাসভবনের দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

‘শবে কদরে’র এই দোয়া মাহফিলের প্রার্থনা ও ইবাদতের বেশ কিছু ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।

ওইসব ভিডিও ও ছবিতে দেখা যায়, পিটিআইয়ের একাধিক নেতা দোয়া মাহফিলে অংশ নিয়েছেন এবং ইবাদত ও দোয়া করছেন। দোয়া পরিচালনা করেন মাওলানা তারিক জামিল। তার আগে তিনি ও ইমরান খান বিশেষ আলোচনা করেন।

লাহোরের লিবার্টি প্লেস থেকেও পিটিআইয়ের অসংখ্য সমর্থক এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন। মাহফিলের ভিডিও ও ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে এবং ভক্তরা ব্যাপারটিকে ইতিবাচক হিসেবে নিয়েছেন।

সূত্র : ডেইলি জং

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com