আল-আকসা প্রাঙ্গণে ফের সংঘর্ষ

0

জেরুজালেমের পবিত্র আল–আকসা মসজিদ প্রাঙ্গণে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪২ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ সংঘর্ষ হয়। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট ও ইসরায়েলি পুলিশের বরাতে এএফপি এসব তথ্য জানিয়েছে।

মসজিদুল আকসা বা বায়তুল মুকাদ্দাস সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান। আর ইহুদিদের কাছে এটি খ্যাত টেম্পল মাউন্ট নামে। তারাও এটিকে তাদের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচনা করে থাকে। সম্প্রতি সেখানে প্রায়ই সংঘর্ষ হচ্ছে। পবিত্র রমজান মাসের শেষ জুমার নামাজকে সামনে রেখে গতকাল দিবাগত রাতে আল–আকসা মসজিদ প্রাঙ্গণে আবারও সংঘর্ষ হয়।

ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে দাবি করা হয়, ‘দাঙ্গাকারীরা’ পাথর ও পটকা নিক্ষেপের পরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা আল–আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দাঙ্গাবিরোধী ব্যবস্থা প্রয়োগ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও এএফপির প্রতিবেদকেরা বলছেন, পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। ফজরের নামাজের পর সংঘর্ষের মাত্রা কমে আসে বলেও জানান তারা। তবে ঘটনাস্থলে এখনো উত্তেজনা বিরাজ করছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলছে, আহত ব্যক্তিদের বেশির ভাগেরই শরীরের ওপরের অংশে আঘাত লেগেছে।

সম্প্রতি আল–আকসায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে। গত দুই সপ্তাহে পবিত্র আল–আকসা প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় ২৫০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

আশঙ্কা করা হচ্ছে, গত বছর আল–আকসার অস্থিরতাকে কেন্দ্র করে ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে ১১ দিনব্যাপী যে যুদ্ধ হয়েছিল, একই রকমের একটি যুদ্ধ বেঁধে যেতে পারে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com