ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নাগরিকদের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। বুধবারও (২৭ এপ্রিল) ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় গুলিতে এক ফিলিস্তিনি তরুণ নিহত হন। আহত হয়েছেন ৩ জন। প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। এ সময় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়।
আলজাজিরা জানায়, ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি তরুণের মরদেহ নিয়ে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে শোক মিছিলে অংশ নেন হাজারো মানুষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার (২৭ এপ্রিল) জেনিনের শরণার্থী শিবিরে অভিযানের সময় ফিলিস্তিনি তরুণ আহমাদ ফাথি মাসাদের মাথায় গুলি করে ইসরায়েলি সেনারা।
এ সময় আরও তিনজন আহত হন। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। প্রতিবাদে রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনিরা। নিরিহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর অব্যাহত দমন-পীড়নের তীব্র নিন্দা জানান বিক্ষুব্ধরা। প্রতিবাদ মিছিলে এক পর্যায়ে ইসরায়েলি বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হন আন্দোলনকারীরা।
সন্ত্রাসবিরোধী অভিযানের নামে ফিলিস্তিন অধ্যুষিত এলাকায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী। গেল মাসে আরব বংশোদ্ভূত এক ফিলিস্তিনির হামলায় ১৪ ইসরায়েলি নিহতের জেরে পশ্চিম তীরসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে তেল আবিব। কয়েক সপ্তাহে ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।