পারমাণবিক যুদ্ধের হুমকি দিলেন পুতিন!
অবশেষে আকারে ইঙ্গিতে পারমাণবিক যুদ্ধের হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমাদের উদ্দেশ্য করে তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে যেকোনো দেশ যদি হস্তক্ষেপের সাহস দেখাতে আসে, তাহলে তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন। বুধবার সেইন্ট পিটার্সবুর্গে লেজিসলেটরদের উদ্দেশে দেয়া বক্তব্যে পুতিন এসব কথা বলেন। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। পুতিন বলেন, কেউ যদি রাশিয়াকে হুমকি দেয় তাহলে রাশিয়ার প্রতিক্রিয়া হবে বিদ্যুৎ ঝলকের মতো দ্রুত এবং ভয়াবহ। তিনি বলেন, যা ঘটছে তাতে বাইরে থেকে যদি কেউ হস্তক্ষেপ করতে চায় তাহলে তাদের এটা জানা আবশ্যক যে, তা রাশিয়ার জন্য অগ্রহণযোগ্য একটি কৌশলগত হুমকি। এক্ষেত্রে তাদের আরও জানা উচিত, আমাদের পাল্টা জবাব হবে বিদ্যুৎ ঝলকের মতো দ্রুততর। তিনি আরও বলেন, এ জন্য আমাদের প্রয়োজনীয় সব অস্ত্র আছে হাতে। এসব অস্ত্র নিয়ে কারো বড়াই করা উচিত নয়। আমরাও এ নিয়ে বড়াই করি না।
তবে আমরা এসব অস্ত্র ব্যবহার করবো। এখানে উল্লেখ্য, পুতিন যদিও সরাসরি পারমাণবিক অস্ত্রের কথা উল্লেখ করেননি, তবে তিনি রাশিয়ায় তৈরি নতুন সারমাত-২ পারমাণবিক ক্ষেপণাস্ত্রের দিকে ইঙ্গিত করেছেন। এই ক্ষেপণাস্ত্র মাত্র কয়েকদিন আগে প্রথম পরীক্ষা করা হয়েছে। আইন প্রণেতাদের উদ্দেশে দেয়া বক্তব্যে এই হুমকির কথা উল্লেখ করেন পুতিন। তিনি রাশিয়ার সেনাদের প্রশংসা করেন। এ সময় তিনি পশ্চিমাদের ফ্যাসিস্ট হিসেবে অভিহিত করেন। বলেন, তারা বছরের পর বছর প্রতিবেশী ইউক্রেনকে রাশিয়া বিরোধী হিসেবে প্রতিষ্ঠা করেছে।