ইরান কয়েক সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলবে: যুক্তরাষ্ট্র

0

ইরানকে নিয়ে চরম উৎকণ্ঠায় আছে যুক্তরাষ্ট্র। তাদের আশঙ্কা ইরান কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের এ উদ্বেগের কথা জানান। খবর আরব নিউজের।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছে, তেহরান পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে।

জেন সাকি বলেন, যুক্তরাষ্ট্র এ ব্যাপারে বেশ চিন্তায় আছে। কারণ এক বছরেরও কম সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলার সক্ষমতা অর্জন করে ফেলেছে।

উল্লেখ্য, ২০১৫ সালে ৬ পরমাণু শক্তিধর দেশের সঙ্গে চুক্তি হয় ইরানের। কিন্তু ২০১৮ সালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে এ চুক্তি থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র।

মূলত এর পর থেকেই উচ্চমাত্রার ইউরেনিয়াম উৎপাদন শুরু করে ইরান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com